IMG_20161214_234019

প্রকাশ : ৮ ফেব্রুয়ারী ২০১৭৪:৪২:৪২ অপরাহ্ন

ফোনে নাটক: একটু যদি কিছু ক্ষণ নাটক জিইয়ে রাখতে চান ওঁর বালিশের নীচে, ব্যাগের ভিতর রেখে দিন ছোট ছোট চিরকুট। এ বার ফোনে মেসেজ পাঠিয়ে লিখুন বালিশের নীচে কী আছে দেখতে। সেই চিরকুটে লেখা থাকুন ব্যাগের ভিতর দেখার কথা। তারপর ব্যাগ, এরপর আরও বাড়াতে পারেন নাটক। তবে বেশিক্ষণ না। এতে একঘেয়ে লাগতে পারে। শেষ চিরকুটে লেখা থাক মনের কথা।

বাংলা ইনিশিয়েটরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।